Ø ষ্ট্রেংদেনিং অফ সাপোর্ট সার্ভিসেস ফর কমব্যাটিং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (HPAI)ইন বাংলাদেশ প্রকল্প:
এসএসসিএআইবি প্রকল্পে দুইজন ভেটেরিনারি অফিসার ও দুই জন ফিল্ডম্যান বর্তমানে কাজ করছেন । ভেটেরিনারি অফিসার ডি,এল.ও এর তত্তাবধানে কাজ করেন এবং একজন ফিল্ডম্যান ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্তাবধানে কাজ করে থাকেন । ফিল্ডম্যানএর কাজ তদারক করেন ভেটেরিনারি অফিসার। ভেটেরিনারি অফিসার ইউ,এল,ও এবং এ,আই ওয়ার্কদের সহযোগীতায় নিম্নোক্ত কাজ সম্পন্ন করেন এবং অন্যান্য উপজেলাগুলোতেও মাঝে মাঝে খামার ভিজিট কওে থাকেন ।
· পোল্ট্রি কাঁচা বাজারের একটিভ সার্ভিসেস কার্যক্রম পরিচালনা করা ।
· বানিজ্যিক পোলট্রি খামার ও পারিবারিক পোলট্রি খামারের পরিদর্শন করা ।
· পোলট্রি খামারীদের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, জীব নিরাপত্তা ও অন্যান্য সম্পর্কে সচেতনতা করা ।
· কাঁচা বাজার ও পোলটি খামারের বজ্য ব্যবস্থাপনা উন্নত করতে উদ্দুদ্ধ করা ।
· জেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে স্ট্যাস্পিং আউট এ সহায়তা করা ।
· ক্ষতিগ্রস্থ পারিবারিক ভাবে পোল্ট্রি পালনকারীদের পূর্নবাসন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা ।
· নিয়মিত খামার ,কাঁচা বাজার ও পারিবারিক পোল্ট্রির পরির্দশনের পর প্রতিবেদন নির্ধারিত ফরমে তৈরি করে ডি.এল ও এর মাধ্যমে প্রকল্প পরিচালক বরাবওে প্রেরণ করা ।
· জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশক্রমে একটিভ সার্ভিলেন্স নেটওর্য়াক প্রোগ্রামের আওতায় যে কোন প্রকার কার্যক্রম পরিচালনা ।
Ø এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স প্রকল্প :
ঢাকা জেলার ৫ টি জেলা ও ৪টি মেট্রো থানায় এই প্রকল্পের কার্যক্রম চালু আছে । এই প্রকল্পের কাজ তদারকি করার জন্য ৩ জন এ ভি এস রয়েছেন ।
এই প্রকল্পের কাজ সমূহ নিম্নরুপ :
· একটিভ সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করা
· এ আই ওর্য়াকাস ,খামারী এবং অন্যান্য সূত্র থেকে HPAI সন্দেহকৃত প্রাপ্ত তথ্য পর্যালোচনা র্পর্বক দ্রুত সন্দেহকৃত খামার/ পারিবারিক ভাবে পালিত হাঁস-মুরগির নমুনা সংগ্রহ পূর্বক জরুরী ভিত্তিতে সি.ডি.আই.এল এ প্রেরণ করা
· সার্ভিলেন্স কার্যক্রম এর সকল প্রতিবেদন ডি.এল .ও এর মাধ্যমে সহকারী পরিচালক ইপিডেমিওলজি ইউনিট,ডি.এল.এস এ প্রেরণ ।
· পোলট্রি খামারীদের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, জীব নিরাপত্তা ও অন্যান্য সম্পর্কে সচেতনতা করা
· জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশক্রমে একটিভ সার্ভিলেন্স নেটওর্য়াক প্রোগ্রামের আওতায় যে কোন প্রকার কার্যক্রম পরিচালনা
Ø ন্যাশনাল এগ্রিকালচারাল প্রজেক্ট:
ঢাকা জেলার ২টি উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম চলছে। উপজেলাগুলো হচ্ছে সাভার ও ধামরাই। এই প্রকল্পের যাবতীয় কাজ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সম্পন্ন করেন। এই প্রকল্পে মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবী হিসেবে ‘‘কমিনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভষ্টক’’(CEAL) নিয়োগ করা আছে।
প্রযুক্তি হস্বান্তরের মাধ্যমে যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে সেগুলো হলোঃ
v কৃষক প্রশিক্ষণ।
v প্রযুক্তি প্রদর্শনী।
v ভ্যাকসিনেশন ক্যাম্পেইন।
v ডিওয়ারমিং ক্যাম্পেইন।
v উদ্ধুদ্ধকরণ ভ্রমণ।
v প্রযুক্তি মেলা।